
হাটহাজারীস্থ মির্জাপুর দরবার শরীফের হযরত মছিউল করিম মির্জাপুরীর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা গত ১৪ এপ্রিল শুক্রবার বাদে মাগরিব মির্জাপুর দরবার শরীফে শাহজাদা ছৈয়দ শাহাদাৎ হুসাইন মির্জাপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসন্ন ১৫ মে ১লা জ্যৈষ্ঠ হযরত মছিউল করিম মির্জাপুরীর বার্ষিক ওরশ শরীফ প্রতি বছরের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইউনুস, খানকাহ শরীফের সভাপতি মুহাম্মদ ওমর ফারুখ, মুহাম্মদ নজরুল, মুহাম্মদ নুরুল ইসলাম নুর, মুহাম্মদ বাচা সওদাগর, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মুছা কোম্পানি, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ হারুন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুমন কুমার দাশ, মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। উক্ত প্রস্তুতি সভায় বার্ষিক ওরশ শরীফের জন্য ব্যাপক সংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।