মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিকী ২৭ জিলক্বদ পবিত্র কমরি ওরশ শরীফ

আগামী ১৭ জুন ২০২৩ ইং রোজ শনিবার বাদ মাগরিব হইতে মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গনে দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী যৌথ ব্যাবস্থাপনায় মহামান্য আওলাদে গাউসুলআজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মহামান্য সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসূফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.) এর ছদারতে ইমামুল আউলিয়া, হযরত গাউছুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর (চন্দ্র বার্ষিকী) পবিত্র কমরি ওরশ শরীফ ও নিয়মিত মাসিক মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। উক্ত কমরি ওরশ শরীফ উপলক্ষে বাদ মাগরিব হতে গাউসিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গণে মিলাদ, ক্বিয়াম, জিকির ও মাসিক সামা মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা সমন্বয় কমিটি, উপজেলা সমন্বয় কমিটি, দায়রা ও আঞ্চলিক শাখার সকল সম্পাদক, সদস্যবৃন্দ সহ সকল আশেকানে মাইজভান্ডারীগনকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আঞ্জুমানের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn