শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ করেছে বিজিবি

 

হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে, চকলেট, ভারতীয় কসমেটিক্স, ছাদের টালি (টাইলস), হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল এবং একটি ট্রাক।

বিজিবি সূত্র জানায়, চিমটিবিল বিওপি’র আওতায় পরিচালিত একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দুটি পৃথক অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, মাছের খাবারের আড়ালে হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক জব্দ করা হয়।

অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও একটি বাই-সাইকেল আটক করা হয়।

আটককৃত পণ্য ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানা ও জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, চোরাচালান রোধে বিজিবি’র এই অভিযান নিয়মিতভাবে চলবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn