
হবিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : নিরাপত্তাহীনতায় তার পরিবার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া (মধ্যপাড়া) গ্রামে নিজস্ব টাকায় কালভার্ট নির্মাণ ও তা দিয়ে চলাচল করতে না দেয়ায় সৌদি প্রবাসী পরিবারকে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এ বিষয়ে রোববার সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন রিনা বেগম নামে এক নারী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, তার স্বামী আবু মিয়া, দীর্ঘ ২৪ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন।
তাদের বসতবাড়ির প্রবেশমুখে ডিসি খতিয়ানের একটি খালে বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে তার পরিবারের শিশুসহ সকলেই খাল পারাপার হয়। এতে প্রায় সময় দুর্ঘটনাও ঘটেছে। তিনি এই খালে কালভার্ট নির্মাণের জন্য ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দারস্থ হলে তারা নিজের টাকা দিয়ে কালভার্ট নির্মাণ করার পরামর্শ দেন।
২০১৩ সালে ওই নারীর পরিবার বসবাসের জন্য পাকা বসতঘর নির্মাণ করার পরের বছর মেম্বার-চেয়ারম্যানের সাথে পরামর্শ করে নিজেদের অর্থায়নে ৪ লক্ষ টাকা ব্যায় করে কালভার্ট নির্মাণ করা হয়।
তিনি আরও বলেন, বাড়ির প্রবেশপথে নিজের অর্থায়নে কালভার্ট নির্মাণ করার পরও প্রতিবেশী মৃত দেওয়ান আলীর পুত্র সোহেল মিয়া (৪০), মৃত মল্লাজ মিয়ার পুত্র মো. শানু মিয়া (৫০), সুরুক মিয়া চৌধুরীর পুত্র মো. আবজল চৌধুরী (৩৫),
মৃত আরজু মিয়ার পুত্র হাবিব মিয়া (৫৫) সহ ৫/৬টি পরিবার কালভার্ট দিয়ে গায়ের জোরে চলাফেরা করে আসছে। এমনকি রাতের বেলা সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়েও চলাফেরা করে। বাঁধা দিলে তিনি ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি একাধিক বার তিনি ও তার পরিবারকে মারপিট করেছে। এ ব্যাপারে মাধবপুর থানা ও হবিগঞ্জ আদালতে হবিগঞ্জ নারী-শিশু ট্রাইব্যুনালে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা ওই নারী ও তার পরিবারকে হুমকি-ধামকি দিয়ে আসছে। তিনি পরিবার নিয়ে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।