
“হটলাইন ” বার্তা ভারতের। সংঘর্ষবিরতি লংঘনের সাহস দেখায়নি পাকিস্তান
শনিবার (১০ মে) রাতে সংঘর্ষবিরতি লংঘন করেছিল পাকিস্তান। এরপরেই পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারত। রবিবার (১১ মে) রাতে নিয়ন্ত্রণরেখা বা সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষবিরতির কোনও ঘটনা ঘটেনি। সোমবার (১২ মে) পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে চলেছে ভারত। দুই দেশের বতর্মান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (ডিজিএমও)। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ” জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় মোটের উপর রাত ছিল শান্তিপূর্ণ। নতুন করে কোনও অশান্তি ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েকদিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত।” ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, সোমবার (১২ মে) আবার দুই দেশ আলোচনায় বসবে। রবিবার (১১ মে) সন্ধ্যায় ভারতের তিন বাহিনী একটি যৌথ সাংবাদিক বৈঠক করেছে। সেখানে ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই উপস্থিত ছিলেন। ঘাই জানিয়েছেন, রবিবার (১১ মে) ভারতীয় সেনার তরফে পাকিস্তান সেনার উদ্দেশ্যে একটি কড়াবার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, ফের সংঘর্ষ বিরতি লংঘন করলে মোক্ষম জবাব দেবে ভারত। ভারতের তরফে এই বার্তা পাওয়ার পর সংঘর্ষবিরতি লংঘন করার সাহস দেখায়নি পাকিস্তান।