শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নারীলোভী ও পরকীয়ায় আসক্ত হওয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার উপজেলার ধীপুর ইউনিয়নের মাহাবুব মোল্লার (৪৬) স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালী (৩২) এ অভিযোগ করেন।
তিনি জানান, তিনি আড়িয়ল ইউনিয়নের কুরমিরা গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে। ২০১৬ সালে মৃত হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে মাহফুজা আক্তার মীম (৬) ও নাফিজ মোল্লা (৫) নামের দুই সন্তান রয়েছে। বিয়ের পরে প্রায় সময়ই তার স্বামী রাতে বাড়িতে থাকত না। পরে জানতে পারি তার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় আসক্ত। তাকে এ কাজে নিষেধ করলে তার স্বামী তাকে যৌতুকের জন্য মারধর করে।
কিছু দিন আগে মাহাবুব মোল্লার মোবাইল ফোনে উপজেলার আমতলী গ্রামের তিন সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার ছবি দেখতে পাই। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বিচার চাইলে তারা বিচার-সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।
এ বিষয়ে মাহাবুব মোল্লা জানান, তার স্ত্রী মুছাদ্দেকা আক্তার রুপালীকে না জানিয়ে গোপনে তিনি ওই নারীর সঙ্গে সম্পর্ক করেছেন।
এ বিষয়ে ধীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. সালাম জানান, বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্যসালিশ করেও মাহাবুব মোল্লাকে পরকীয়া থেকে ফেরাতে পারিনি।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn