
স্বর্ণপদক প্রাপ্ত কবি ইলোরা সোমা
কবি ইলোরা সোমা ঐতিয্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি ময়মনসিংহের আনন্দ মোহান কলেজ থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি ইলোরা ফাউন্ডেশেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।তিনি একজন নারী উদ্বোকতা।
ছোটবেলা থেকেই তিনি লেখালেখি করে আসছেন বিভিন্ন পত্রিকার মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়ে থাকে। জীবনসঙ্গীর অনুপ্রেরণায় সাহিত্য চর্চা এখনোও অব্যাহত রেখেছেন। তিনি প্রতিষ্ঠা করেন ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন নামক একটি সাহিত্য সংগঠন।
এপর্যন্ত তাঁর একক কাব্যগ্রন্থ হলো “বিকল্প বিবর্ণ”, “জীবন যখন জাদুঘর, ” এবং একক ছড়ার বই “স্কুল ছুটি”।
এছাড়াও তাঁর রয়েছে অসংখ্য যৌথকাব্যগ্রন্থ।
তিনি সমাজের নিপীড়িত মানুষের বন্ধু। ছোট সময় থেকে সমাজের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক মানবিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত,এবং অসংখ্য সাহিত্যে সহ বিভিন্ন সামাজিক সংগঠনের থেকে পাওয়া সম্মাননা রয়েছে।
তিনি খেলাধুলা করতে এবং দেখতে পছন্দ করেন,তার শখ বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে অন্যের মাধ্যমে কিছু আরোহন করা নতুন কিছু শেখা এবং সকলকে সম্মানের সাথে সদাচরণ করা।তাঁর পছন্দের খাবার ইলিশ মাছ,ভাত।
সময়ের সাথে তাল মিলিয়ে চলাই তার প্রধান লক্ষ্য।