রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

স্বর্গীয় পন্ডিত শ্রীপদ আচার্য্যের পরলৌকিক আদ্যশ্রাদ্ধক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হতে শোকাঞ্জলী প্রদান

স্বর্গীয় পন্ডিত শ্রীপদ আচার্য্যের পরলৌকিক আদ্যশ্রাদ্ধক্রিয়ায়
বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হতে শোকাঞ্জলী প্রদান

 

গতকাল ৩০ ডিসেম্বর সোমবার চকরিয়া থানার অন্তর্গত পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরীতে পন্ডিত শ্রীপদ আচার্য্যের পরলৌকিক আদ্যশ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ হইতে শোকাহত প্রয়াতের পুত্র পন্ডিত শ্রী মিন্টু কুমার আচার্য্য, রাজন আচার্য্য ও মিঠুন আচার্য এর হাতে শোকাঞ্জলী প্রদান করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ এ.আর.আচার্য্য, সাধারণ সম্পাদক পন্ডিত সলিল আচার্য্যসহ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক কার্তিক কুমার আচার্য্য, কার্যকরী পরিষদের সদস্য সৈকত আচার্য্য, পিপলু কুমার আচার্য্য, বিজয় আচার্য্য, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন সিনিয়র শিক্ষক বীরবল আচার্য্য, অন্তর আচার্য্য, বিকাশ আচার্য্য, শিপন আচার্য্য, অমৃকা আচার্য্য, বিমল আচার্য্য, অনিল আচার্য্য ও গণ্যমান্য প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হইতে প্রয়াতের আত্মার সদগতি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn