
স্বপ্নযাত্রা সংগঠনে সাজমিন কণিকা সভাপতি,রকিব উদ্দিন সা.সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিনিধি:-
মানব সেবায় অঙ্গীকারাবদ্ধ এ শ্লোগানকে সামনে রেখে মানবিক ও সেবামূলক সংগঠন স্বপ্নযাত্রা’র ২০২৩ এর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ মার্চ নগরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আবু’র সভাপতিত্বে ও সাজমিন কণিকার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালীর মেয়র জহুরুল ইসলাম জহুর।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান সৈয়দ শামসুল তাবরীজ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবায়েত ইয়াসমিন রুপা,আবিদা সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতি ক্রমে সাজমিন কণিকাকে সভাপতি ও মোহাম্মদ রকিব উদ্দিন রকিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি পদে -সৈয়দ জিয়া উদ্দিন জিয়া ,সাংগঠনিক সম্পাদক,মনজুরুল আলম মঞ্জু, অর্থ সম্পাদক,আসমিন আরা বেগম,দপ্তর সম্পাদক
জান্নাতুল ফেরদৌস,প্রচার ও তথ্য প্রযুক্তি, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সংস্কৃতি যুব ও ক্রীড়া সম্পাদক, গোলাম মাহমুদ শরীফ। এছাড়া মোঃ ওমর ফারুক নিরব, জাহানারা বেগম,আসমা আক্তার, তিলকা তানজিয়া,মোছাম্মৎ মাহিকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের অধিকার রক্ষাতে স্বপ্নযাত্রা সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য, গত বছর ২৪ শে আগস্ট স্বপ্নযাত্রা সংগঠনের সাজমিন কণিকা সভাপতি এবং মাহমুদা জামালকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছিল।