রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

 চট্টগ্রামের  ফটিকছড়ির ভূজপুর থানার আলোচিত সাবিনা খাতুন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এলাকায় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে৷ ধৃত রফিক  ভূজপুর থানাধীন  পশ্চিম লম্বাবিল এলাকার আবুল খায়ের ছেলে।

র‌্যাব জানান, ২০০৫ সালে রফিক ও সাবিনা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রফিক ও তার পরিবার সাবিনাকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করতো।

২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রমজান মাসে সাবিনার পরিবারের পক্ষ থেকে ইফতারি নিয়ে সাবিনার শ্বশুর বাড়ি আসে। পরিবার ইফতারি কম পাঠানোর অভিযোগে রফিক ও তার পরিবার সাবিনাকে মারধর করে।

পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর ভোরবেলা রফিক তার স্ত্রী সাবিনাকে বাড়ির পাশে খালপাড়ে ডেকে নিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ খালের পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় সাবিনার ভাই বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর থেকে রফিক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামি মো. রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম শেষে পলাতক আসামি মো.রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার  বলেন, ফটিকছড়ির ভূজপুরে আলোচিত সাবিনা খাতুন হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো.রফিকুল ইসলাম রফিককে গ্রেফতারে লক্ষে র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এলাকায়  অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn