স্তন ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধে গোলাপী সড়ক শোভাযাত্রর শুভ উদ্বোধন
গোলাপী সড়ক শোভাযাত্রা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ২৯-৩১অক্টোবর (তিন দিন)সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে শুভ উদ্বোধন করা হয়।টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব ইকবাল মাহমুদ।স্তন ক্যান্সার সচেতনতা সংক্রান্ত করণীয় বিষয়ে আলোচনা করেন,বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, ক্যান্সার একটি মরণ ব্যাধী রোগ এবং এ রোগ থেকে নিবারনের উদ্দেশ্যে সকলকে সচেতনতার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের উদ্যোগ।বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম এর আয়োজিত টেকনাফ থেকে সড়ক শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে টেকনাফ উপজেলা পরিষদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভা যাত্রাটি তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং পূর্ব নির্ধারিত স্টেশন সমূহে স্তন ক্যান্সার রোগ বিষয়ে পথসভা করে তেতুলিয়ায় সমাপ্তি ঘটবে। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ হেল্থ কমপ্লেক্স অফিসার ডাঃ প্রনয় রুদ্র,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম, উপজেলা বিআরডিবি অফিসার চিন্ময় বড়ুয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ রবিউল হোসাইন, টেকনাফ খাদ্য গুদাম ভারপ্রাপ্ত অফিসার সহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার-কর্মচারীবৃন্দ।