রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা

স্টার বৃত্তি উৎসবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা

সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসবে অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টার কিডস, সাতক্ষীরার আয়োজনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ প্রাঙ্গনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম।

স্টার বৃত্তি উৎসবের পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের উপধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, দিবানৈশ কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, বাংলাভিশন টিভি চ্যানেল ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, মেধাবী ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ৮ নভেম্বর-২০২৪ তারিখে সম্পূর্ণ অলাভজনকভাবে সাতক্ষীরায় স্টার বৃত্তি উৎসব-২০২৪ এর আয়োজন করে স্টার কিডস। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০২ জন শিক্ষার্থী উক্ত বৃত্তি উৎসবে অংশ গ্রহণ করে। যাছাই বাছাই শেষে এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১২৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের হাতে শনিবার সকালে ক্রেস্ট ও মেডেল প্রদান করে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn