
স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত বেশ কিছু পড়ুয়া
আজ ১৭ই জানুয়ারী শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় দুপুর দুটো নাগাদ পুলিশের গাড়ি ধাক্কা মারে একটি স্কুলের গাড়িতে, বেশ কিছু স্কুল পড়ুয়া আহত হয়।
যানাযায় পুলিশের গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ জানান, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, দুপুর দুটো নাগাদ সরস্বতী স্কুলের বাচ্চাদের নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রল ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে।
স্থানীয়রা জানান যেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ধরা পড়লে পুলিশকে মোটা হয়ে টাকা জরিমানা দিতে হয়, সেখানে খোদ পুলিশের লোক কর্তব্য অবস্থায় মদ্যপান করে এই ধরনের ঘটনা কি করে ঘটাচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে।
যেভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে , অনেক গুলি শিশুর প্রাণ হানী ঘটতে পারতো, কোনো ভাবে বেঁচে যায়, গুরু তর আহত হয় নয়জন। তাহাদের প্রাথমিক চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক প্রনবেশ বাবু জানিয়েছেন, সরকারি ডিউটি রত একজন ড্রাইভার কিভাবে মদ্যপ অবস্থায় ডিউটি করছেন, যাহারা মানুষের রক্ষা কর্তা, সাধারণ মানুষকে কি উত্তর দেবেন, অবিলম্বে এর তদন্ত করে দেখা হোক। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।