রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সৌদি বিনিয়োগ মন্ত্রী আসছেন ঢাকায়

দুই দিনের সফরে আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিয়াহর। তিনি ১৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। তার সফরে সৌদি থেকে বন্দরকেন্দ্রিক বিনিয়োগ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ঢাকা সফর করার কথা রয়েছে সৌদির বিনিয়োগমন্ত্রীর। বাংলাদেশের পক্ষ থেকে সৌদি থেকে আরও বিনিয়োগ চাওয়া হবে। এক্ষেত্রে বন্দরকেন্দ্রিক বিশেষ করে চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দরে বে-টার্মিনালে সৌদির বিনিয়োগ চাইবে ঢাকা।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, রিয়াদের পক্ষ থেকে বিনিয়োগমন্ত্রীর ঢাকা সফর ১০-১১ সেপ্টেম্বর চাওয়া হয়েছে। কিন্তু কাছাকাছি সময়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর এবং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি-২০ সম্মেলনে যোগ দেবেন। ওই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের কারণে কূটনৈতিক ক্যালেন্ডারে ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদির বাণিজ্যমন্ত্রী থাকুক সেই চাওয়া ঢাকার। সেজন্য ঢাকার পক্ষ থেকে আগামী ১২-১৩ সেপ্টেম্বর সৌদির বিনিয়োগমন্ত্রীকে ঢাকা সফরের অনুরোধ করা হয়েছে।
সৌদির বিনিয়োগমন্ত্রীর সফরের মূল দায়িত্বে থাকছে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আর এ সফরের সমন্বয় করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদির বিনিয়োগমন্ত্রীর সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে সংশ্লিষ্টরা।
জানা গেছে, সৌদির বিনিয়োগমন্ত্রীর সঙ্গে মূল বৈঠকটি হবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। রিয়াদের পক্ষ থেকে এখনও বিনিয়োগমন্ত্রীর ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কিংবা সরকারের অন্য কোনো মন্ত্রীর সঙ্গে বৈঠক চাওয়া হয়নি। তবে সব কিছু ঠিক থাকলে সৌদি মন্ত্রীর সফর হলে সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের মে মাসে কাতার সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ে কাতারের রাজধানী দোহায় সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সৌদির বিনিয়োগমন্ত্রী আল-ফালিয়াহ। ওই সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। যার মধ্যে তারা পতেঙ্গা বন্দরের জন্য তারা কিছু করতে চান এবং এর পাশে অর্থনৈতিক অঞ্চল গঠন করতে চান।
সে সময় মন্ত্রী জানিয়েছিলেন, সৌদি বাংলাদেশে পেট্রোকেমিক্যাল, ডিজেল, জেট ফুয়েল, সার এবং প্রধান বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি শিপিং লাইন করতে চান। সৌদিকে মাতারবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দেয় বাংলাদেশ।
প্রসঙ্গত, গত মাসের ২২-২৩ আগস্ট বাংলাদেশ সফর করেছিলেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। সেই সফরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন আল-রাবিয়াহ। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, আগামী তিন সপ্তাহ মধ্যে দেশটির বিনিয়োগমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn