রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সোহেল জাজকে জন্মদিনে আংটি পরালেন ‘আয়রন গার্ল’ শিমু

সোহেল জাজকে জন্মদিনে আংটি পরালেন ‘আয়রন গার্ল’ শিমু

 

এ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্মদিন ৫ জানুয়ারি। এই বিশেষ দিনটি রোববার উদযাপিত হয়। জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাগদত্তা, ‘আয়রন গার্ল’ খ্যাত শাহনাজ পারভীন শিমু। ভালোবাসা প্রকাশ করতে শিমু ২৫টি গোলাপ দিয়ে ফুলের তোড়া সোহেল তাজকে উপহার দেন।

রোববার রাতে ঢাকার ইনস্পায়ার ফিটনেস সেন্টারে সোহেল তাজের জন্মদিনের একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, শাহনাজ পারভীন শিমু সোহেল তাজের উদ্দেশে বলেন, ‘আমি জানি না অ্যাকচ্যুয়ালি সারপ্রাইজ কীভাবে অ্যারেঞ্জ করতে হয়। কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ ফ্লাওয়ার আছে। বিকজ হি ইজ অনলি টোয়েন্টি ফাইভ।’

এ সময় ধন্যবাদ জানিয়ে সোহেল তাজ শিমুর হাত থেকে উপহার গ্রহণ করেন। শিমু বলেন, ‘আরেকটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে আমিও ওনাকে রিং পরাতে চাই।’ শিমুর এই আবেগঘন বক্তব্য মুহূর্তেই জন্মদিনের উদযাপনকে আরও বিশেষ করে তোলে।

এর আগে গত ২৯ ডিসেম্বর ২০২৪,৫৫ বছর বয়সী সোহেল তাজ ও শাহনাজ পারভীন শিমুর বাগদান সম্পন্ন হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে শিমুর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওতে পেছনে বাগদান সম্পর্কিত একটি পোস্টারও দেখা যায়।

শাহনাজ পারভীন শিমু ঠাকুরগাঁওয়ের মেয়ে। বিভিন্ন ফিটনেস সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করেছেন। যুক্ত আছেন বাংলাদেশ রাগবি ফাউন্ডেশনের সঙ্গেও। বর্তমানে কাজ করছেন সোহেল তাজের মালিকানাধীন ইনস্পায়ার ফিটনেসের ট্রেনার হিসেবে।

উল্লেখ্য, সোহেল তাজ শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসাবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn