শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে সড়ক দু-র্ঘ-টনায় ব্যবসায়ী নি-হ-ত

সোনাগাজীতে সড়ক দু-র্ঘ-টনায় ব্যবসায়ী নি-হ-ত

 

ফেনীর সোনাগাজীতে সড়ক দু-র্ঘ-ট-নায় এক ব্যবসায়ী নি-হ-ত হয়েছেন। ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৭টার দিকে সোনাগাজী- ফেনী সড়কে এ দু-র্ঘ-টনা ঘটে। এতে আরও ৪জন গুরুতর আ-হ-ত হয়েছেন। তারা সকলে সিএনজি অটোরিকশায় ছিলেন।

জানাগেছে, সকালে সোনাগাজী -ফেনী সড়কের লক্ষীপুর রাস্তার মাথায় ফেনীগামি একটি সিএনজি অটোরিকশাকে চা-পা দেয় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান। এতে অটোরিকশার চালকসহ ৫জন গুরুতর আ-হ-ত হয়।

আ-হত-দের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে মৃ-ত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। সে উপজেলার দক্ষিন মঙ্গলকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ও চট্টগ্রামের কাজির দেওড়ীর ব্যবসায়ী।

আ-হ-তরা হলেন, নিজামের স্ত্রী -দিলারা বেগম নার্গিস, তার মেয়ে নিঝুম আক্তার ও ছেলে আবির হোসেন। আ-হত চালকের নাম পাওয়া যায়নি।

দু-র্ঘ-টনা ও নি-হ-তের বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জ-ব্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn