সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা
গতকাল ৯ ডিসেম্বর সোমবার বাদে মাগরিব আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় কমিটির কার্যালয়ে আসন্ন মহান ১০ পৌষ ২৫ ডিসেম্বর বুধবার বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১০ পৌষ ২৫ ডিসেম্বর ফটিকছড়ি বিবিরহাট বাজার ১নং রোড় (হক কমিটি চত্তর) সানমুন ক্লাবে খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা, শীত বস্ত্র বিতরণ ও ত্বরীকত সম্মেলন এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কর্মসূচি সমূহ খতমে কোরআন, আলোচনা সভা, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, মিলাদে মোস্তফা (দঃ), জিকিরে সেমা মাহফিল, শীত বস্ত্র বিতরণ, তাবারুক বিতরণ।
Post Views: ৪৭