সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সেলিম আল দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ড.সলিমুল্লাহ খানকে সংবর্ধনা প্রদান

‎ফেনীতে সেলিম আল দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ড.সলিমুল্লাহ খানকে সংবর্ধনা প্রদান

 

‎ফেনী সাহিত্য সভার আয়োজনে সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্ত প্রখ্যাত লেখক,চিন্তক ও গণবুদ্ধিজীবী ড.সলিমুল্লাহ খান কে গতকাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।এসময় পুরস্কারপ্রাপ্ত লেখককে ক্রেস্ট,প্রশংসাপত্র ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে সলিমুল্লাহ খান স্বাধীনতা,মনুষ্যত্ব, সম্মান কাজী নজরুলের তিন উত্তরাধিকার শীর্ষক একক আলোচনা করেন।
‎পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড.সলিমুল্লাহ খান বলেন,আমি পুরস্কার কম পেয়েছি।গত বছর আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি।এর আগমুহূর্তে ফেনী সাহিত্য সভা আমাকে এই পুরস্কারটির জন্য মনোনীত করে।সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেলো।আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভত।আমি আপনাদের কাছে এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেলিম আল দীনকে নিয়ে আমি ভেবেছি।সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার চিন্তা প্রকাশ করবো।
‎ফেনী সাহিত্য সভার আহবায়ক কবি-গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ অর্পণ অনুষ্ঠানের অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো.বাতেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইসমাইল হোসেন এবং ফেনীর প্রবীণ কবি মনজুর তাজিম।স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়া।পুরস্কার প্রদানের সময় মঞ্চে আরো ছিলেন ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি মো. আবদুল ওয়াদুদ,গল্পলেখক নুরুল আমিন হৃদয় ও কবি সৈকত রায়হান প্রমুখ।
‎পুরস্কার অর্পণ অনুষ্ঠানের সমন্বয়ক ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি শামীম পাটোয়ারী ও কবি রাবেয়া সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে প্রশাসন,সাহিত্যিক-সাংস্কৃতিক-সুশীলসমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে।সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্ত ড.সলিমুল্লাহ খানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,গল্পকার দীলতাজ রহমান,অ্যাডভোকেট-কবি জিয়াউদ্দিন বুলবুল,সাংবাদিক আসাদুজ্জামান দারা,সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো,নজরুল একাডেমি-ফেনী শাখার সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু প্রমুখ।শেষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn