শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সেবার ব্রতে চাকরি ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২০ জন চূড়ান্ত

সেবার ব্রতে চাকরি ফেনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২০ জন চূড়ান্ত

 

সেবার ব্রতে চাকরি ফেনী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ ফেনী জেলা হতে ১৯ জন পুরুষ এবং ১ জন নারী প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন।

গত ০৫ মে ২০২৫ খ্রি: ফেনী গিরিশ অক্ষয় (জি,এ) একাডেমিতে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের তত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে,ফেনীতে অনুষ্ঠিত হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে টিআরসি নিয়োগ ফেব্রুয়ারি এর পর্যায়ক্রমে শারীরিক,লিখিত,মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান ফেনী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডে ফেব্রুয়ারি-২০২৫ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান। এই সময় কঠিন প্রতিযোগিতামূলক,তদবির বিহীন,প্রভাবমুক্ত,স্বচ্ছ,মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন,অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক,তদবিরবিহীন,প্রভাবমুক্ত,স্বচ্ছ,মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চূড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এই সময় নিয়োগ বোর্ডের সদস্য আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চট্টগ্রাম জেলা,মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম,সহকারী পুলিশ সুপার,রাজস্থলী সার্কেল,রাঙ্গামাটি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn