শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সেনবাগে রাজু’র চিকিৎসার জন্য দানের সংগ্রহকৃত অর্থের চেক বিতরণ

সেনবাগে রাজু’র চিকিৎসার জন্য দানের সংগ্রহকৃত অর্থের চেক বিতরণ

 

২০১১ ব্যাচের রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তার ব্যাচের বন্ধুরা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচের ছাত্রদের অংশগ্রহনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অর্থ সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে প্রথমে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য বিগত এক মাস ধরে সংগ্রহকৃত অর্থের চেক রাজু’র বড় ভাই সুমন ও সাজু’র হাতে তুলে দেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

চেক বিতরণ অনুষ্ঠানে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, রাজু’র কিডনি রোগে আক্রান্ত হওয়ায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তার ১১ ব্যাচের বন্ধুরাসহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ও এলাকার দানবীরদের অংশগ্রহণমূলক দানের সম্মিলিত অর্থ ১৭লক্ষ ১৯হাজার ৩৭টাকার তহবিল সংগৃহীত হওয়ার বিরল দৃষ্টান্তের নজির স্থাপিত হয়েছে।

পরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রাজু’র চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য সংগৃহীত অর্থের চেক বিতরণ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ৯৪ ব্যাচের মো: শহীদুল্লাহ্ মিন্টু’র সভাপতিত্বে সঞ্চালনা করেন, ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক।

আলোচনা সভায় রাজু’র বড় ভাই সুমন বলেন, রাজু’র ব্যাচের বন্ধুরা সহ সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের,এলাকার ব্যক্তিবর্গ, দেশে ও বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দানের অর্থ আমার ভাই রাজু’র চিকিৎসার জন্য প্রদান করেছেন,তাদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উক্ত তহবিল সংগ্রহে প্রত্যক্ষভাবে সার্বিক তত্বাবধানে ছিলেন, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের মো: মোজাম্মেল হক, ২০০৪ ব্যাচের মিঠু ও টিপু।

এসময় উপস্হিত ছিলেন, মরহুম শাহআলম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম ফুটন চৌধুরী, স্বেচ্ছাসেবী ২০০৫ ব্যাচের আলাউদ্দিন আলো, স্বেচ্ছাসেবী রবিউল ইসলাম রবি, ২০০৭ ব্যাচের নাজমুল ইসলাম মানিক, ২০০১ ব্যাচের আমির হোসেন, ২০০২ ব্যাচের ফাহিম, ২০০৪ ব্যাচের সাজ্জাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn