
সূর্যমুখী কিন্ডার গার্ডেন হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উদযাপন
আনন্দ বার্তা ডেস্ক :-
সূর্যমুখী কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সকালে সূর্যমুখী কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের অডিটোরিয়াম হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নৃত্য সংগীত আবৃত্তি আর্ট প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সূর্যমুখী কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা রিক্তা বড়ুয়া।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ কয়ার মহাসচিব অরুন চন্দ্র বণিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা সুমি দাস, শিক্ষিকা কাজী মর্তুজা,শিক্ষিকা পারভিন আক্তার, শিক্ষিকা জয়শ্রী বড়ুয়া,শিক্ষিকা কলি বিশ্বাস, শিক্ষিকা রূপনা বড়ুয়া,শিক্ষিকা লিমা আক্তার, শিক্ষিকা সালিমা শাহীন ও মধু চৌধুরী।