রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুস্থ বিতর্ক মানুষের চেতনা কে জাগিয়ে তোলে, মন কে করে আলোকিত- প্রফেসর মুহাম্মাদ সিকান্দার খান

 

গতকাল বৃষ্টিভেজা এবং মেঘাচ্ছন্ন এক অপরাহ্ণে, চট্রগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো স্কুল ও কলেজ পর্যায়ের “২য় জাতীয়বিতর্ক প্রতিযোগিতা ২০২৩”। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল এবং কলেজ বিভাগের বিতার্কিকদের অংশগ্রহণে জমকালো ভাবে সম্পন্ন হয় এই প্রতিদ্বন্দ্বিতা মূলক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মাদ সিকান্দার খান। প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও সফলতার সহিত অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি এর প্রতি তাঁর অভিনন্দন জানান এবং বলেন “সুস্থ বিতর্ক মানুষের চেতনা কে জাগিয়ে তোলে, মন কে করে আলোকিত। দেশের আনাচে-কানাচের বিভিন্ন বিতার্কিক দের পদচারণায় ইডিইউ ক্যাম্পাস মুখোরিত হতে দেখে আমিমুগ্ধ।” তিনি আশা ব্যক্ত করেন“বিতর্ক প্রতিযোগিতা নিজের সীমাবদ্ধতাকে বুঝতে সাহায্য করেএবংঅন্যের যুক্তিকে গ্রহণ করার মনমানসিকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে”।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর মোঃনাজিমউদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ূয়াএবং দৃষ্টি ফাউন্ডেশন এর সভাপতি সাইফ চৌধুরী। বিশেষ অতিথি নাজিম উদ্দীন চৌধুরী বিতর্কের বিষয় বস্তুকে অত্যন্ত সময়োপযোগী
বলে উল্লেখ করেন।

প্রতিহিংসা নয়, শিক্ষার আলোকে দেশকে উন্নতির শিখরে উন্নীত করার এই প্রয়াসে একমত হয়ে, দৃষ্টি ফাউন্ডেশন এর সভাপতি বলেন “আজকে পৃথিবী যেখানে যুদ্ধ এবংখাদ্যভাবে পীড়িত, আমরা সেখানে চট্টগ্রাম কে চেষ্টা করছি একটি মুক্তচর্চার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে।
দু’টি ক্যাটাগরিতে দেশের ২৪ টি স্কুল এবংকলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নভিস এবং ওপেন ফাইনালে যথাক্রমভাবে বিজয় লাভ করেন চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। বিজয়ী দল এবং অংশগ্রহণকারীদের সম্মিল্লিতক্রমে পুরস্কার এবং স্মারক তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn