রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

সুয়াবিল দায়রা শরিফের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সুয়াবিল দায়রা শরিফের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সুয়াবিল দায়রা শরিফ শাখা ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.),ফাতেহা ইয়াজ্দাহুম,হযরত খাজা গরীবে নেওয়াজ (র.) এর উরস শরিফ,বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) চন্দ্র বার্ষিক উরস শরিফ ও সুয়াবিল দায়রা শরিফের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আজিমুশান মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহ্ফিল সুয়াবিল দায়রা শরিফে মাঠে ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় মাহ্ফিলে সভাপতিত্ব করেন হযরত ইউনুচ খলিফা জামে মসজিদের সম্মানিত খতিব, হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাশেম ফারুকি।
মাহ্ফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া আলতাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইনি।
উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য,ও সুয়াবিল দায়রা শরিফের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ লোকমান হোসেন (ফকির)।আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি, মুহাম্মদ আবদুস সালাম মেম্বার, মুহাম্মদ নুরুল আবছার, মুহাম্মদ জানে আলম, বরুণ কুমার আচার্য বলাই, মুহাম্মদ শাহজান উদ্দিন (শান্ত), মুহাম্মদ আবদুল আজিজ আসিফ, মোহাম্মদ বাবলুসহ আরো অনেকেই।
সভায় মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু তাহের ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবুল কাশেম ফারুকি।
মিলাদ মাহ্ফিল শেষে জিকিরে সেমা মাহ্ফিল পরিবেশন করেন শিল্পী মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্তার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn