বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সুবর্ণচরে সমাজসেবা দিবস পালন ও এতিমদের শীতবস্ত্র বিতরণ

সুবর্ণচরে সমাজসেবা দিবস পালন ও এতিমদের শীতবস্ত্র বিতরণ

 

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এমন স্লোগানকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচরে সমাজসেবা দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, র‌্যালী এবং তরিকা সায়েদ ফাউন্ডেশনের সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। মূল অনুষ্ঠান শুরুর পূর্বে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফখরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. মোঃ রিয়াদ হোসেন, তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি মো. নিজাম উদ্দিন, তরিকা সায়েদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তরিকা সায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৪ টি এতিম খানার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn