বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুবর্ণচরে অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচরে অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে সুবর্ণচর উপজেলাধীন সকল জোনের সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে ৪ দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় সুবর্ণচর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সুবর্ণচরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

প্রশিক্ষণের সেশন পরিচালনার কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হারুন অর রশিদ, সদর-সুবর্ণচর উপজেলার শুমারী সমন্বয়কারী আবু নোমান চৌধুরী, সুবর্ণচর উপজেলা পরিসংখ্যান সহকারী পাপ্পু রঞ্জন দত্ত, জোনাল অফিসার কামাল উদ্দিন, জোনাল অফিসার মো. হারুন, জোনাল অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।

১৯৮৬ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক শুমারি ৪র্থ পর্যায়ে আগামী ১০ ই ডিসেম্বর থেকে ২৬ পর্যন্ত সারাদেশে একযোগে চলবে। এর মধ্যে সুবর্ণচর উপজেলার ৮ ইউনিয়নকে ৪ টি জোনে ভাগ করে অর্থনৈতিক শুমারীর কাজ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn