বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুন্দরবন সংলগ্ন কালীনগর বাজার থেকে অস্ত্রসহ আটক ৩ 

সুন্দরবন সংলগ্ন কালীনগর বাজার থেকে অস্ত্রসহ আটক ৩

 

দাকোপের কালিনগর বাজার এলাকা থেকে দুটি পাইপ গান ও চারটি ধারালো অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড। রোববার (২ ফেব্রুয়ারি) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া দিয়ে এলাকার মানুষের ঘের দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসীর অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দূর্ধর্ষ সন্ত্রাসী মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানাকে (৩০) আটক করেন অভিযানকারীরা। পরে আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশিয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়াও তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে। এদের সকলেরই বাড়ি খুলনার দাকোপ উপজেলার।

এ দিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশিয় অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn