সুন্দরবনের একাধিক রেল বিষয়ে রেলমন্ত্রীর হাতে স্মারকললিপি তুলে দিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার
সুন্দরবনের একাধিক রেল বিষয়ক কাজ নিয়ে মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার।তিনি এদিন রেলমন্ত্রীর হাতে রেলমন্ত্রীর হাতে একাধিক বিষয়ের স্মারকলিপি তুলে দিয়ে সাংবাদিকদের বলেন,ভারতের তৎকালীন রেলমন্ত্রী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পেশ করা বাজেটে জয়নগর থেকে রায়দিঘী পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজের পাশ করানোর পরেও সেই কাজ এখনো অতৌ জলে।তাই এই রেলপথ দ্রুত সম্প্রসারন, লক্ষীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত ডাবল লাইন চালু করা এবং মথুরাপুর থেকে শিয়ালদহ পর্যন্ত লোকাল ট্রেন চালানোর দাবিতে আমি ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে স্মারক লিপি তুলে দিই।উনি বিষয়টি দেখার আশ্বাস দেন।