সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে কয়লা ডিপো থেকে স্নাইপার জব্দ : আটক ৩

সুনামগঞ্জ সীমান্তে কয়লা ডিপো থেকে স্নাইপার জব্দ : আটক ৩

সুনামগঞ্জ সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক স্টেশনে কয়লা আমদানিকারকের ডিপোর একটি কক্ষ থেকে স্নাইপার (লং রেঞ্জ শুটিং রাইফেল) জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, আটক তিনজনকে অস্ত্রসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক তিনজন হলেন- রাজু আহমদ (২১), জালাল মিয়া (২৩) ও রাসেল মিয়া (২৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে তাহিরপুরের টেকেরঘাট বিজিবির কোম্পানি হেডকোয়ার্টারের একটি টহল দল বড়ছড়া স্থল শুল্ক স্টেশনে কয়লা আমদানিকারকের ডিপোতে থাকা অফিস কক্ষ থেকে ওই তিনজনকে অস্ত্রসহ আটক করে।
বিকেলে উপজেলার বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের মেসার্স শামীম ট্রেডার্সের স্বত্বাধিকারী আফছার উদ্দিনের ডিপোতে থাকা অফিস কক্ষ থেকে স্নাইপার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এটি লং রেঞ্জ রাইফেল। অস্ত্রের সঙ্গে অপটিক্যাল লেন্স ও তাক করার উপকরণও পাওয়া গেছে। এ ধরণের অস্ত্র প্রাণঘাতী। অস্ত্রের সঙ্গে থাকা অপটিক্যাল লেন্স দূরে থাকা টার্গেট ব্যাক্তিকে শব্দহীনভাবে আক্রমণের কাজে সন্ত্রাসীরা বহির্বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করে থাকে।
বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বড়ছড়া গ্রামের এক ব্যক্তি গত ৫ ডিসেম্বর অস্ত্রটি ডিপোর একটি কক্ষে রেখে যায়। অস্ত্রটি দিয়ে স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখানো ও সন্ত্রাসী কাজে ব্যবহার করা হতো। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র অনুসন্ধানে জানা যায়, অস্ত্রটি দূরপাল্লার শুটিং রাইফেল।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, বিজিবির হাতে আটকদের স্থানীয় থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি মামলা করার পর পুলিশ তদন্ত করে অস্ত্রের উৎস ও জড়িতদের বের করার চেষ্টা করবে।
এদিকে আটক তিনজনের পরিচয় স্পষ্ট না করায় প্রশাসন, আটককৃতদের নিয়ে প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn