সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মুমিত ইসলাম

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মুমিত ইসলাম

 

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হয়েছেন মুমিত ইসলাম। তিনি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন মুমিত।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো জানানো হয়।

সম্প্রতি সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্য কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনে গতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে মমিত ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn