বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সুজানগরে বই বিতরণ শুরু, এবার পুরো সেট পাচ্ছে না শিক্ষার্থীরা

সুজানগরে বই বিতরণ শুরু, এবার পুরো সেট পাচ্ছে না শিক্ষার্থীরা

 

পাবনার সুজানগরে বুধবার ১ জানুয়ারী বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু হয়েছে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
তবে এ বছর পুরো সেট বই পাচ্ছে না সব শ্রেণীর শিক্ষার্থী। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পাবে সবগুলো বই এবং চতুর্থ পঞ্চম পাচ্ছে দুইটা করে এবং ৬ষ্ঠ, সপ্তম পাচ্ছে দুইটা করে এবং অষ্টম ও নবম-দশম শ্রেণীর শিক্ষার্থিরা কবে নতুন বই পাবে এখনও নিশ্চিত নয়।
আগামী কত তারিখের মধ্যে সব শিক্ষার্থীকে বই দেয়া সম্ভব হবে প্রশ্নের উত্তরে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন জানিয়েছে, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা পাই নাই। কবে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে পারবো তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশা করা যাচ্ছে এমাসের মধ্যেই ধাপে ধাপে সকল শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
জানাযায় আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন করে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া এবং মন্ত্রণালয় পর্যায়ে আনুষঙ্গিক কাজের অনুমোদন পেতে দেরি হওয়াই বছরের প্রথম দিন সব বই দেয়া সম্ভব হচ্ছে না। এ বছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
আজ বুধবার (১ জানুয়ারী) সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সোলায়মান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক মর্জিনা খাতুন, মোহাম্মদ মোস্তফা, প্রমিলা রানী পোদ্দার, মোঃ নাছির উদ্দিন, মোঃ শরিফুল ইসলাম ও শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn