শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সুজানগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

সুজানগরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

 

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে সুজানগর উপজেলায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২০২৫ শুরু হয়েছে। আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪টি ও মাধ্যমিক পর্যায়ের ১৩টি মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এর আগে উপজেলার শিল্পকলা একাডেমী মিলনায়তন কক্ষে এ মেলা বিষায়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সোলায়মান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এতে বিশেষ অতিথির বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, এসময় অন্যান্যদের মাঝে বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. রাফিউল ইসলাম, সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সুজানগর পৌর বিএনপির আহব্বায়ক কামাল হোসেন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল বিশ্বাস, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম, বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মানিক,শেখ রাফিসহ ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যকালে ইউ,এন,ও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারের মাধ্যমেই তরুন প্রজম্মকে গড়ে তুলতে হবে। আর এ প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম আরও জোরদার করা হবে। এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত হবে আগামীর বাংলাদেশ।
মেলায় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn