রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুইডেনে কুরআন শরীফ অবমাননার ঘটনায় রামপালে বিক্ষোভ মিছিল

বাগেরহাটের রামপালে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো ও ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার দুপুর ২.৩০ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের নিউ মার্কেট এলাকায় শ্রীফলতলা ঈদগাহ কমিটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ খাঁন, মাওলানা আবু দাউদ শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ হযরত আলী, আলহাজ্ব শেখ আহমদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ এলাকায় শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তৃতা কালে বক্তারা বলেন, স্টকহোমের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পবিত্র কুরআন শরীফে আগুন দেওয়া নাস্তিক সালওয়ান মোমিকাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন এবং সুইডেনের সকল পন্য সামগ্রী বাংলাদেশে বয়কট করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn