বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সীমান্তে বিজিবির অভিযানে ১টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযানে ১টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল উদ্ধার

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি।
৩১ মে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় গরুসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১২ হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থান হতে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি নামক স্থান হতে ৩০হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিন বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩, ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী, গেরাখালি ও কেড়াগাছি নামক স্থান হতে ১৪১হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮আরবি হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালী নামক স্থান হতে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭এস এর ১৮ আরবি হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদপুর আম বাগান নামক স্থান হতে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৫/৪ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়ালী আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ২০হাজার টাকা মূল্যের ১টি ভারতীয় গরু আটক করে। সর্বমোট ৪লক্ষ ৬৬হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn