
সীমান্তে বিজিবির অভিযানে তেরো লক্ষ টাকার পন্য আটক
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ঘোনা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ বোতল ভারতীয় মদসহ প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে জুগিবাড়ি নামক স্থান হতে ০৩ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, ঘোনা বিওপির আভিযানে ব্যাংলোর মোড় হতে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানে ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ২ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করে। মাদরা বিওপির আভিযানে ভাদিয়ালী মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১২ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।