রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২

সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২

 

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে মানব পাচারকারী ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি সাংবাদিকদের জানান, ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২) এবং পাচারকারী ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫) কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল ভারতে চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে। এ সময় তারা সীমান্তে গমনকালে মেইন পিলার ৪ এর নিকট হতে বিজিবি টহলদল আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইলফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn