সীতাকুন্ড উপজেলাধীন পন্থিশীলা সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ও চট্টগ্রাম-মীরসরাই-সীতাকুন্ড বৌদ্ধ ভিক্ষু সমিতির ধর্মীয় সম্পাদক ভদন্ত সুভদ্রজ্যোতি ভিক্ষু অভিধা অদ্য ১৮ ফেব্রুয়ারি দিন ব্যাপী অনুষ্ঠি হয়। তিনি পাঁচরিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ প্রয়াত সুধর্মানন্দ মহাথেরোর প্রিয় শিষ্য। তিনি দীর্ঘদিন যাবত সংসার জীবনে আবদ্ধ থেকে স্ত্রী পুত্র সন্তানকে স্ব স্ব দায়িত্ব কর্তব্য প্রদান করে বৈরাগ্য জীবন লাভ করেন। বৈরাগ্য জীবনে তিনি শীল, বিনয়ে উপযুক্ত হয়ে ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেন। তিনি ১০ বছর ভিক্ষুত্ব জীবন অতিবাহিত করা পর শীল বিনয়ের প্রতি প্রগাঢ় মনোনিবেশ করে স্থবিরে অভিষিক্ত হন। অনুষ্ঠানে বরিত স্থবিরকে অনেকে নানাবিধ পুষ্পমাল্য, ক্রেস্ট, ব্যানার ফেস্টুন দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করেন। এতে মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ ও মহামান্য উপসংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির, আশীর্বাদক ছিলেন একুশে পদকপ্রাপ্ত মাননীয় সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন রাউজান নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ ও উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথেরো, অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথেরো, প্রধান সর্দ্ধমদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন মেরুল বাড্ডা ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো, আরো সদ্ধর্ম দেশনা করে আশীর্বাদক জ্ঞাপন করেন অধ্যাপক জ্ঞানরতœ মহাস্থবির, বন্দর বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, ছিলোনিয়া জ্ঞানরতœ বিহারের অধ্যক্ষ এম. প্রিয়বোধি থেরো, সুমঙ্গল থেরো, বিজয়ানন্দ থেরো, সত্যপ্রিয় থেরো, দীপানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক ধর্মপাল মহাথেরো, প্রজ্ঞাপাল মহাথেরো, বুদ্ধসেবক থেরো, শান্তবোধি থেরো, নন্দবোধি ভিক্ষু, রাহুলবোধি ভিক্ষুসহ আরো শতাধিক ভিক্ষু শ্রামণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, জীবন বড়ুয়া। স্মৃতিচারণ করেন পন্থিশীলা সার্বজনীন শ্মশান বিহারের সাধারণ সম্পাদক রণধীর বড়ুয়া লিটন, কানাইমাদারী বিদর্শনারাম বিহারের সাধারণ সম্পাদক শিক্ষক প্রকাশ বড়ুয়া ও ব্যাংকার সুমন বড়ুয়া।