
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩খ্রীঃ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কলেজের আর এস এল মোহাম্মদ আবুল হাশেম। পাশাপাশি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ রোভার গ্রুপ শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও অত্র গ্রুপের একজন রোভার মোঃ ইফতেয়ার উদ্দিন ইমন শ্রেষ্ঠ রোভার হিসাবে নির্বাচিত হয়েছে। এ বিষয়ে মতামত জানাতে গিয়ে আবুল হাশেম বলেন, আমি পুণরায় শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি । এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কলেজ প্রশাসন, উপজেলা প্রশাসন, আমার সহকর্মী ও আমার ইউনিটের রোভারদের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমরা আজ সীতাকুণ্ড উপজেলায় শ্রেষ্ঠ তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
Post Views: ৮৬