
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ ‘ সীতাকুণ্ড ডিগ্রী কলেজ’এ ১৭ই এপ্রিল উপলক্ষে ” ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক কিশোয়ার মোহাম্মদ বেদারুল আলমের সঞ্চালনায় ১৭ এপ্রিল, ২০২৩ খ্রী. সকালে কলেজ ক্যাম্পাসে কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত আলোচনা সভা আরম্ভ হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বরাবরের মতো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বলরাম ভৌমিক। তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুজিবনগর সরকার, যুদ্ধ চলাকালীন সময়ে এসরকারের অনবদ্য অবদান ও মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। উক্ত সভায় বিএনসিসি,রোভার স্কাউট ও রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। পরিশেষে সভার সভাপতি মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।