
সীতাকুণ্ড ডিগ্রী কলেজে প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা সহায়তা দান উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে এক সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড ডিগ্রী কলেজ’র একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কল্পে তাদের অভিভাবকদের নিয়ে এই আয়োজন। ২০ মে, ২০২৩ খৃ. শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপবৃত্তি দায়িত্ত্বে নিয়োজিত অত্র কলেজের শিক্ষক জনাব মোহাম্মদ আবুল হাশেম। প্যাসিফিক জিন্স এর এজিএম ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবেদীন আল মামুনের সঞ্চালনায় কলেজের নতুন একাডেমিক ভবনে অনুষ্ঠিত প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের প্রধান সমম্বয় কারী অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবদুল মোনায়েম ও প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , শিক্ষা দারিদ্রতা বিমোচনের প্রধান উপায়। তাই বর্তমান সরকারের পাশাপাশি প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন যেমন বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে, ঠিক তাদের ন্যায় অন্যান্য বিত্তবানরাও যদি এগিয়ে আসে তাহলে খুব দ্রুতই একটি সুন্দর, সুস্থ ও র্স্মাট রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি কলেজের শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে প্যাসিফিক জিন্স ফাউন্ডেশন কর্তৃক নেওয়া এমন মহতি উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ দেন এবং এই শিক্ষা সহায়তা নিয়ে শিক্ষার্থীরা যেন সঠিকভাবে লেখাপড়া করে সেই দিকনির্দেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।