শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ড ডিগ্রি কলেজের রোভার স্কাউটস ইউনিটের ডে ক্যাম্পেনিং

সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড ডিগ্রি কলেজ রোভার স্কাউটস ইউনিটের উদ্যোগে এক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাঁশ বাড়িয়া সমুদ্র সৈকতে আয়োজিত উক্ত ডেকে ক্যাম্পে ৫০ জন রোভার স্কাউটস সদস্য ও রোভার সহচর অংশ গ্রহণ করে।

কলেজের এসআরএম ইফতেয়ার উদ্দিন ইমন ও আর এম রিপন মাহমুদ এর সার্বিক ব্যবস্থাপনায় ৬ মে  শনিবার আয়োজিত অনুষ্ঠানটিতে  স্কাউটস এর সিডিউল  নিয়মানুযায়ী বিভিন্ন পর্বে সাজানো হয়।

১ম পর্ব সকাল ১০ টা থেকে শুরু হয়। এ পর্বে   প্রার্থনা সংগীতের মাধ্যমে রোভার স্কাউটের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে অত্র কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বলরাম ভৌমিক এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের আরএসএল মোহাম্মদ আবুল হাশেম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শহীদ হাসান মোঃ শাহরিয়ার, বিএনসিসির প্লাটুন লিডার বংকিম দত্ত,আব্দুল মোনায়েম, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ শাহিন।

পরে অনুষ্ঠানটির ২য় পর্বে হাইকিং ও তাঁবু জলসার মাধ্যমে বিকাল ৪ টায় অনুষ্ঠান  সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn