সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারকে স্ট্যান্ড রিলিজ!

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারকে স্ট্যান্ড রিলিজ!

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে। গতকাল বুধবার ৯ মার্চ আইন মন্ত্রণালয়য়ের ওয়েব সাইটে দেয়া এক প্রজ্ঞাপনে এ স্ট্যান্ড রিলিজের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে আগামী ১৩ মার্চ রোববারের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়। স্ট্যান্ড রিলিজের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। একই প্রজ্ঞাপনে আরও জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লাকে সীতাকুণ্ডে বদলী করা হয়েছে।
এর আগে গত ৪ জুলাই’২০২৪ তারিখে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের ঘুষ দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর ছাপা হয়। পরে জেলা রেজিস্ট্রার মিশন চাকমার হস্তক্ষেপে ঘুষ দুর্নীতি না করার অঙ্গীকার দিয়ে ও ঘুষের লেনদেনকারী তার সহকারী এয়াকুবকে চাকরিতে বরখাস্ত করে সে যাত্রায় রক্ষা পান রায়হান হাবিব। কিন্তু সরকার পরিবর্তনের পর ঘুষ লেনদেনে আরও বেপরোয়া হয়ে যান তিনি। বাধ্য হয়ে দলিল লেখকরা রায়হান হাবিবের অপসারণ দাবিতে জেলা রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। এতেও কাজ না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কলম বিরতিতে যান দলিল লেখকরা। সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ব্যানারে ওই কলম বিরতিতে সকল দলিল লেখক অংশগ্রহণ করেন। টানা ১২ দিন কলমবিরতিতে স্থবির হয়ে পড়ে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম। এরপরও বহাল তবিয়তে থেকে যান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব।
অবশেষে দলিল লেখকদের আন্দোলনের পাঁচ মাস পর গতকাল স্ট্যান্ড রিলিজ হলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। এদিকে রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবরে স্বস্তি দেখা দিয়েছে সীতাকুণ্ডের দলিল লেখকদের মাঝে। একই সাথে উচ্ছ্বসিত গোটা সীতাকুণ্ডবাসী।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান জানান, সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবর শুনেছি। তবে এখনও প্রজ্ঞাপন হাতে পাইনি। তিনি বলেন, দলিল লেখকদের বদলী মানেই স্ট্যান্ড রিলিজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn