
সীতাকুণ্ডবাসীর আজীবন সেবা করে যেতে চান আসলাম চৌধুরী
সীতাকুণ্ডের জনগন সুযোগ দিলে নিরলসভাবে আজীবন সীতাকুণ্ডবাসীর সেবা করে যেতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ।
সোমবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদের জামাতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার এই পুরো জীবনটা সীতাকুণ্ডের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই যদি সামনের দিনগুলোতে আপনারা সেই সুযোগ দেন আমাকে।’
তিনি বলেন, ‘অনেকেই মনে করছেন বর্তমানে বিএনপি বা জামায়াত ক্ষমতায় আছে। আসলে আমরা কেউই ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। পার্থক্য শুধু এটুকুই, আগে বুকে স্বৈরাচার নামক পাথর চেপে বসেছিল, এই পাথরের চাপায় আগে কথা বলতে পারতাম না, সংগঠন করতে পারতাম না, রাজনীতি করতে পারতাম না, মানুষের কাছে যেতে পারতাম না। কথা বললেই জেলে দিতো। এখন সেই পাথর নেই, সরে গেছে।’
এ সময় তিনি নাছির হত্যার মামলায় নিরপরাধ কোন ব্যক্তিকে যেন ফাঁসানো না হয় সেজন্য পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি আকর্ষণ করেন।
শেষে সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবার ঈদ কাটুক আনন্দ-উল্লাসে। পরিবার পরিজনের সঙ্গে আপনারা যাতে ভালোভাবে ঈদ কাটাতে পারেন সেই প্রত্যাশাই করি আমি।’
কিছু সংবাদ মাধ্যম সংবাদ বিকৃতি করে থাকে এব্যাপারে সকলে সজাগ থাকার আহবান জানান।