রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন স্বাক্ষাত বি‌নিময়

সিলেট সি‌টির প্রশাসকের সা‌থে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশন স্বাক্ষাত বি‌নিময়

 

সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের নিজ অ‌ফি‌সে ৭ ন‌ভেম্বর ২০২৪, বৃহস্প‌তিবার বাংলা‌দে‌শের আধ‌্যা‌তিক রাজধানীখ‌্যাত পূণ্যভূমি সিলেট সি‌টি ক‌র্পো‌রেশনের মাননীয় প্রশাসক (নগর‌পিতা) ও সি‌লেট বিভাগীয় ক‌মি‌শনার (অ‌তি‌রিক্ত স‌চিব) চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান আবু আহমেদ ‌সি‌দ্দিকী এন‌ডি‌সি ম‌হোদয়ের সা‌থে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন পক্ষ থে‌কে প্রতিষ্ঠাতা সভাপ‌তি মোঃ শ‌হিদুল ইসলাম সৌজন‌্য স্বাক্ষাত বি‌নিময় ক‌রেন।

এসময় সি‌লে‌টের চলমান বি‌ভিন্ন উন্নয়ন প্রকল্প দূ‌নীতিমুক্ত করণ ও বি‌শেষ ক‌রে ওলিকু‌লের শিরোমণি হযরত শাহজালাল (র:) দরবার শরী‌ফে ম‌হিলা ইবাদতখানায় আগন্তুক মা-‌বোন‌দের নিরাপদ এবাদত করার জন‌্য নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করার আহবান জা‌নান।

এসময় দা‌য়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা‌দের তি‌নি ব‌লেন অ‌তি দ্রুত স‌ঠিকভা‌বে ‌নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং সিলেট শহর যানজট ও ফুটপাত মুক্ত হকার, লাল‌দিঘীপাড়ে পুনঃস্থাপনের পর হকার‌দের সু‌যোগ সু‌বিদা, কাষ্টমার যাতায়াত ব‌্যবস্থা সহজ করার দাবী নি‌য়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn