শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা ও মহানগর যুব লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দীর্ঘ চার বছর পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবলীগ।
গত ২ সেপ্টেম্বর সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
এদিকে জেলা যুবলীগের কমিটিতে রয়েছেন ৯৫ জন। এর মধ্যে সহ সভাপতি রয়েছেন ১১ জন।
এছাড়া সিলেট মহানগর কমিটিতে মোট জায়গা পেয়েছেন ৮২ জন। এছাড়া বেশ কিছু পদ শূন্য রয়েছে। পর্যায়ক্রমে সেসব শূন্যস্থান পুরণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
২০১৯ সালের জুলাইয়ের শেষ দিকে সরাসরি ভোটের মাধ্যমে গঠন করা হয়েছিল সিলেট জেলা ও মহানগর দুটি ইউনিটের ৪ সদস্যবিশিষ্ট কমিটি। বলা হয়েছিল, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু সেই ‘দ্রুততম সময়ে’ পেরিয়ে গেছে ৪ বছর। এতে দেখা গেছে কেউ এক যুগ, কেউ দেড় যুগ ধরে অপেক্ষায় থেকেও দলীয় পরিচয় দিতে পারেনি।
২০১৯ সালের ২৯শে জুলাই সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। যুবলীগের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। এতে জেলার সভাপতি হন শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক হন শামীম আহমদ। মহানগরের সভাপতি হয়েছিলেন সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক হন মুশফিক জায়গীরদার। এই চার নেতাই ‘দ্রুততম সময়ে’ কমিটি গঠনের পরিবর্তে পার করে দেন ৪ বছর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn