রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিরিয়ায় সবজি বাজারে বিমান হামলা,নিহত ৯

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি সবজি বাজারে রাশিয়ার বিমান হামলায় নয় বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জুন) স্থানীয় সূত্র এ খবর জানিয়েছে।

এ হতাহতের ঘটনা নিশ্চিত করে সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, জিসর আল-শুগুর জেলা কেন্দ্রের সবজি বাজারে এ বিমান হামলা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিরোধী বিমান পর্যবেক্ষণ টাওয়ারের তথ্যানুসারে, স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়।

এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো।

২০১৮ সালের সেপ্টেম্বরে সিরিয়ার ইদলিবকে একটি নিরস্ত্রীকরণ জোনে পরিণত করতে সম্মত হয়েছিল তুরস্ক এবং রাশিয়া। ওই জোনে আগ্রাসনমূলক কাজগুলো ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

কিন্তু সিরিয়া সরকার ও মিত্ররা ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ওই জোনের ভেতরে ঘন ঘন আক্রমণ শুরু করে।

২০১১ সালের শুরুর দিকে বাশার আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ হিংস্রভাবে দমন করলে সিরিয়া ভয়ংকর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।

জাতিসংঘের তথ্যানুসারে, ওই ঘটনায় কয়েক লাখ মানুষ নিহত এবং এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn