সিমোপা’র ৮৪৪ তম সাহিত্য আসর সম্পন্ন
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮৪৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ এর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, রাসেল আহমদ, কবি কামাল আহমদ, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।
Post Views: ১৩৬