
সিন্ডিকেটের রাণী সুনন্দা !
দীর্ঘ ১৭ বৎসর ফ্যাসিবাদী শাসন ব্যবস্হার বিরুদ্ধে লড়াই করে শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট মুক্ত হয়েছে এদেশ। কিন্তু ৫ আগস্টের পূর্বের ফ্যাসিবাদী নীতির আলোকে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন পরিচালিত হচ্ছে! এমন খবরে সরগরম বিশ্বনাথের মাটি।
তাছাড়া আরো একাদিক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়কে নিয়ে, প্রকাশিত সংবাদে ভরপুর স্যোসাল মিডিয়া।
একটি সূত্র জানায়, উপজেলা নির্বাহী অফিসারের দফতরের সাবেক দুইজন সরকারি কর্মকর্তা, একজন স্হানীয় ব্যাংকার, কিছু সাংবাদিক, উপজেলা প্রশাসন পরিচালনায় এ সিন্ডিকেটের মধ্যে রয়েছেন। এবং উপরোক্ত ব্যক্তিসমুহ ফ্যাসিবাদের দোসর বলে কথা উঠেছে। তাছাড়া পর্দার আড়ালে দেশী বিদেশী একটি প্রভাবশালী চক্র উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়কে নিয়ত্রণ করছেন বলে জানাগেছে।
এদিকে গত কয়েক দিন থেকে বিশ্বনাথ বাসিয়া নদীর বর্জ্য অপসারণে অনিয়ম ও দুর্নীতির যে চিত্র প্রকাশিত হয়েছে এ নিয়ে বিশ্বনাথ উপজেলা প্রশাসন খুবই বেকায়দায়! বর্জ্য অপসারণে উপরে বর্ণিত সিন্ডিকেটের নির্দেশনায় এ কাজ হয়েছে বলে জানাগেছে।
আরো জানাগেছে, উপজেলা পরিষদের পুরাতন মসজিদ নিয়ে সিন্ডিকেট গোষ্ঠী খুবই তৎপর বলে একটি বিশ্বস্ত মাধ্যম জানায়।
বিশ্বনাথের কিছু লোকজন জানান, আমরা উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়েছিলাম। কিন্তু তিনি আমাদের উত্তাপিত কাজের কোনো গুরুত্বই দেন নাই!
তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের উপজেলা পরিষদের অতিরিক্ত ( চেয়ারম্যনের দায়িত্ব অর্পিত হয়েছে। চাইলে আমাদের উত্তাপিত বিষয় গুলো তিনি সমাধান করতেই পারতেন। কিন্তু তিনি এসব দেখেও না দেখার বান করে যাচ্ছেন এবং তাঁর অতি পছন্দকৃত লোকজনকে বরাদ্ধ দিয়ে যাচ্ছেন।
তাছাড়া অভিযোগ উঠছে উপজেলা নির্বাহী
অফিসার সুনন্দা রায়, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে সরকারি সংবাদ সংগ্রহে বাধা প্রদান,
স্বেচ্ছাচারিতা করেই যাচ্ছেন এবং সে ক্ষেত্রেই দেশের আইনের বিরুদ্ধে অবস্হান নিচ্ছেন।
প্রশাসনের একটি সূত্র জানায়, বর্তমানে নির্বাহী অফিসারের উপর একাদিক অভিযোগের বাস্তবতা নিয়ে পরিষদের সিনিয়র কয়েকজন অফিসার তাকে বার বার বুঝানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন।
এতে সুনন্দা রায় সিনিয়র অফিসারদেরকে জানান, উপরের শক্তি আছে আমার উপর। কিছুই হবেনা।
তবে তিনি সার্বক্ষণিক বিষম চিন্তায় আছেন এ রকম একটি ইঙ্গিত পাওয়া যায়।
জানাগেছে, বিশ্বনাথের একাদিক সামাজিক সংগঠন
তাঁর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অচিরেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।