শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির
কার্যালয় হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় হামলার প্রতিবাদে গতকাল ৮টার সময় সমিতির কার্যালয়ে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি হাফেজ নুরুল আফসার, কার্য নির্বাহী সদস্য মো. আকতার জালাল চৌধুরী, সদস্য মোঃ কাসেম, সদস্য মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ওয়াজেদ আলী, হাজী জমির উদ্দিন, হাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, চিহ্নিত সন্ত্রাসী ইমপাল্স ডেভেলপারের মালিক হাজী সেলিমের নেতৃত্বে দাগী সন্ত্রাসীদের নিয়ে সিডিএ নিউ হকার্স মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যারা এ হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং লুটপাট ও হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। উক্ত হামলায় কয়েকজন গুরুত্বের আহত হয়। উক্ত হামলায় মোহাম্মদ জয়নাল আবেদিন জীবন মৃত্যুর সধ্যিক্ষনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। অধিক রক্তক্ষণে যেকোনো সময় তার মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। এসময় ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও উক্ত সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন নির্বাচিত প্রতিনিধি ও সমিতির কার্যালয়ে হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার সাথে যারা জড়িত তারা ভূমিদস্যু হিসেবে পরিচিত। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn