
সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত
ভারতের সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত। শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে তাশিডিং- ইউকসোম সড়কের ল্যাং খোলার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে প্রকাশ? দুর্ঘটনার জেরে মৃত্যু হয় গাড়িতে থাকা ৫ জনের। নিহতরা হলেন, অভিষেক দাহাল, অভি কিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং এবং জীবন কারকি। সবাই ইউকসোম- তাশিডিং নির্বাচনী এলাকার বাসিন্দা। জানা যায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায় গাড়িটি। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, ইউকসোম – তাশিডিং এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।
Post Views: ৫৩