সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত 

সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত

 

ভারতের সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত। শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে তাশিডিং- ইউকসোম সড়কের ল‍্যাং খোলার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে প্রকাশ? দুর্ঘটনার জেরে মৃত্যু হয় গাড়িতে থাকা ৫ জনের। নিহতরা হলেন, অভিষেক দাহাল, অভি কিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং এবং জীবন কারকি। সবাই ইউকসোম- তাশিডিং নির্বাচনী এলাকার বাসিন্দা। জানা যায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায় গাড়িটি। সিকিমের মুখ‍্যমন্ত্রী প্রেম সিং তামাং, ইউকসোম – তাশিডিং এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ‍্যমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn