
সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, বাংলাদেশকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের
ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুক্রবার ( ১৩ ডিসেম্বর ) সাত সকালে চায়ে পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না। ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়, জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এখানেই থেমে থাকেননি তিনি। একদম এগিয়ে আরও বললেন, ” ওই দেশে তো সামরিক বিভাগই নেই। চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন। তিনি আরও বলেন, সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের। চায়ে পে চর্চায় আক্রমণাত্মক দিলীপ ঘোষ।
Post Views: ৬৪